বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগ। আধুনিক বিশ্বের সকল ক্ষেত্রেই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি পালন করছে যাদুর কাঠির মতো নব নব বিস্ময়কর ভূমিকা। শিক্ষা ক্ষেত্রেও বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির চমক ইতোমধ্যেই বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রার ৪নং লক্ষ অর্জনে অন্তর্ভুক্তিমূলক সমতা ভিত্তিক মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করার অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার অতিশয় আন্তরিক ও সচেষ্ট। তাই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সদাসয় সরকার যখন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে শিক্ষাকে একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে ঠিক সেই মূহুর্তে সরকারের সদিচ্ছার সার্থক প্রতিফলন ঘটাতে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি আধুনিক শিক্ষা প্রযুক্তির সফল প্রায়োগিক প্রয়াস চালিয়ে যাচ্ছে।